অদ্য ০৫.১২.২০২৪ তারিখ ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলায় যথাযথ উৎসাহ ও উদ্দীপনায় বিশ্ব মৃত্তিকা দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এস. এম. জোবায়ের আল আরমান প্রধান বক্তা হিসেবে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন ও অধিক ফসল উৎপাদনের গুরুত্ব তুলে ধরেন। ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষাগারের দলনেতা ড. মো: হারুন অর রশিদ মৃত্তিকা পরীক্ষার মাধ্যমে সুষম সার ব্যবহারের গুরত্ব তুলে ধরেন। ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহাদৎ হোসেন সরেজমিন ভেজাল সার সনাক্তকরণের কৌশল বর্ণনা করেন। বৈজ্ঞানিক কর্মকর্তা মো: হাফিজুর রহমান মৃত্তিকা নমুনা সংগ্রহের কৌশল তুলে ধরেন। উপজেলা কৃষি কর্মকর্তা জনাব শাহানা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস